২৩ শে জানুয়ারী,১৮৯৭ সাল ।
পরাধীন ভারতের মাটিতে , জন্মেছিল এক মানব শিশু,
এক সত্যিকারের মানুষ ।
বুঝেছিল সে ভারতমাতার গলায় পরানো , ব্রিটিশ অলঙ্কার
আসলে দাসত্বের শিকল ।
প্রতিবাদ করেছিল সে ।
বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে , তৎকালীন ভারতের
পরাধীনতাকামী দের বিরুদ্ধে ।
ইংরেজ তাকে ক্ষুদ্র কারাগারে রুদ্ধ করতে পারেনি ,
পারেনি দমিয়ে দিতে , তার বিদ্রোহী মনকে ।
ছদ্মবেশে দেশ ছাড়ল সে , পণ করল স্বাধীনতা আনবে ।
জার্মান হয়ে জাপান গিয়ে নিজের বাহিনী প্রস্তুত করল ।
কাঁপিয়ে দিল , ইংরেজ সাম্রাজ্যের ভীত ।
কিন্তু বিনিময়ে , সে কী পেয়েছে দেশ থেকে ?
দেশবাসীর থেকে ?
নিজ পরিচয়ে সে ফিরতে পারেনি , স্বাধীন ভারতে ।
ক্ষমতালোভী একদল মানুষ , তার স্বপ্নকে করেছে চুরমার ।
তাকে আটকে দিয়েছে , অতীতেরই এক সময়ে ।
কিন্তু মুছতে পারেনি তাকে , দেশবাসীর হৃদয় থেকে ।
আজও সে মিশে আছে সব ভারতবাসীরই অন্তরে ,
নেতাজি পরিচয়ে ।