এখানে মাঠের 'পরে সবুজ আঁচল,
প্রভাতি শিশিরে ভিজে কৃষকের হাত।
এখানে কচুর পাতা ধরে রাখে জল,
সুখে কাটে শিশুদের গল্পের রাত।
.
এখানে হাওর জলে কুমুদিনী ফোটে,
দূরে দূরে ভেসে থাকে জেলেদের তরী।
এখানে সফেদ বক রোজ তার ঠোঁটে-
নিশ্চুপে করে নেয় পুটি মাছ চুরি।
.
এখানে মায়ের মুখে অম্লান হাসি,
ভাই-বোনে লেগে থাকে রোজ খুনসুটি।
এখানে অকৃত্রিম ভালোবাসাবাসি,
গায়ে মেখে রোদ, আল ধরে ছুটাছুটি।
.
এখানে নদীর বাঁকে জাগে বালুচর
সর্ষের ক্ষেত ভরা হলুদ মায়ায়।
এখানে বাবুই বাঁধে তাল গাছে ঘর-
শীতল বাতাসে আর শ্যামল ছায়ায়।
.
এখানে সবুজ গাঁয়ে জন্ম আমার
এখানে ছড়িয়ে আছে সহস্র স্মৃতি।
এখানে কাটুক সারা জীবনটা আর
এখানেই হোক মোর জীবনের ইতি।
.
"এখানে জন্ম আমার"
সম্ভাবনার হাতছানি-৩
(মাত্রাবৃত্ত)