প্রাতঘুমে তুমি রোজ লীন হয়ে থাকো;
আর নিস্পাপ ঐ মুখে আলো ফেলে ভোর।
মায়াবতী ওই চোখে, খোঁজটা কি রাখো-
এক ছেলে সেই কবে হয়েছে বিভোর?


তুমি কি ভেবেছো কোনো ঘোর অবেলায়-
কতদিন দেখে নি সে ওই প্রিয় মুখ,
কতকাল ভুগছে সে তুমিহীনতায়?
খোঁজ নিয়ে দেখো তার ভীষণ অসুখ।