বিশ্বাস করুন রুদ্রাণী, কৃষ্ণচূড়ার রঙের মত-
গাঢ় ভালোবাসা ছিল আমার।
আমি প্রতিবার সেকেলে কবির ভালোবাসা নিয়ে,
অপরাধীর মত দাড়াতাম আপনার সামনে।


আমার নির্লিপ্ত ঘোলা চোখে
যতবার আপনি ভাষা খুঁজে পাননি,
ঠিক ততবারই হয়েছে আমার অন্তঃকরণের
নিশ্চুপ মৃত্যু।


আমার আর আপনার মৌনতাতে,
আপনি যতবার মেখেছেন অস্বস্তি;
যতবার খুঁজেছেন লজ্জাসিক্ত চোখের আড়াল,
ঠিক ততবারই হয়েছে আমার-
আমিত্বের আত্মহনন।


বিশ্বাস করুন রুদ্রাণী,
আমি সেদিন আকাশ দেখিনি;
দেখিনি আপনার সিঁথিতে মাখা ভালোবাসার গভীরতা।
ঠিক কতখানি গাঢ় লালে,
মিশে ছিল কতটুকু সুখ।
ঘুটঘুটে অন্ধকারে আমি ভীষণ শান্ত ছিলাম।
কয়েক ফোটা নোনাজল শুধু গড়িয়েছিল চিবুক পর্যন্ত।


বিশ্বাস করুন রুদ্রাণী, আবেগের বুকে
দাড় করানো একটি মিথ্যে বাক্য হল-
"আমি তোমাকে ছাড়া বাঁচব না"।
আপনি পৃথিবীর রাঙা রাজকন্যাদের মত
চির অধরাই রয়ে গেলেন,
অথচ আমি ঠিকই বেঁচে আছি।


০১/১২/১৬