তারপর চলে গেলি,
কাঁচের মত সংজ্ঞাহীন আঁখির সমুদ্র ভেঙ্গে-
বিদগ্ধ অশ্রুকণার শাণিত বিষাদে;
জ্বালিয়ে পুড়িয়ে চলে গেলি।
.
ব্যাকুলতার জলোচ্ছ্বাস বুকে চেপে-
নিশ্চুপ অভিমানে তুই,
শুধু বলে গেলি ভুলে যাওয়ার ইতিবাক্য।
.
আমি রিক্ত হাতে বসে রইলাম;
শুধুই বসে রইলাম নির্লিপ্ত চোখে
দৈন্যতার সনদপত্র নিয়ে।
.
তুই চলে গেলি,
ভীষণ করুণায় বিভ্রান্ত আলিঙ্গন-
দিয়ে গেল এক পশলা বৃষ্টি।
আমি ঘোলা চোখে দেখতে পেলাম,
আদ্যপ্রান্ত বৈভবে মোড়ানো এক নারীমূর্তি;
তার সিঁথিতে সিঁদুরের গভীর ভালোবাসা
তার পৃথিবী জুড়ে শান্তির স্রোতরাশি।
.
তুই চলে গেলি,
আমার শূন্যীকৃত অন্তঃকরণের-
গভীর থেকে শুধুই বেরিয়ে এল
আজন্ম ভালো থাকার নির্ভেজাল আশীর্বাদ;
আর গলে যাওয়া স্মৃতিদের ধ্বংসস্তুপ থেকে-
দু ফোটা নরম দুঃখ।।
.
০৪/০১/২০১৭