অদৃশ্য হাতে
বার
বার
হেমন্তের ফসল লুট হয়।


রাতের নক্ষত্র
ভোরের আলো
মানুষের ভালো
সব ‘ওরা’ চেটেপুটে খায়।


যুদ্ধ শেষ-যুদ্ধ শেষ ...
বলে ‘৭১’-এর বিজয় পতাকা হাতে
... সেই কিশোরটি
বয়সের ভারে আজ নুয়ে পড়েছে।
ধীরে
ধীরে
সে চরম সত্যটি জেনেছে।


যুদ্ধ থামেনি
নেভেনি আগুন
শত্রুপক্ষ কৃষ্ণপক্ষ হয়েছে
চলে তো যায়নি।


দিন ও রাতে অবিরাম
এক ঝাঁক হাঙ্গর গিলে খায় সুন্দর।


আগুন রাঙা রাতে
ঝড়ের বেগে
এক প্রতিবাদী কবি
এসে বলে-
যুদ্ধ থামেনি
নেভেনি আগুন।


আগুনের মাঠে হবে যেতে
যুদ্ধ হবে আবার
অতঃপর রাত ভোর হবে।