এখানে বেদনাঘন নীল আকাশে
পাখিদের অভিমানে
ভাঙে মেঘ-


এখানে ক্ষেত মজুরের মেয়ে
ভাত চেয়ে না পেয়ে
ঘুমিয়ে পড়ে-


এখানে মায়াবী চাঁদ
থেকে রক্ত ঝরে
এখানে চেতনার মাঠে মাঠে
হরেক রঙের গরু চরে-


এখানে মুক্তিযুদ্ধের চেতনা
স্লোগান হয়
এখানে আঁধারে লাখো শহীদের
কান্নার শব্দ ভাসে।
এখানে এখন ‘ওরা’
কুকুরের মুখোশ পরে হাসে।