প্রণয়ের কাঁটা
প্রণয়ের কাঁটা বুকের গভীরে জমা
তুমি ছাড়া কেউ জানে না প্রিয়তমা...


আমার দুঃখের চরে কেউ নেই
সেখানে ফুটে না কাশফুল
বাতাসের দাপটে উড়ে তোমার খোলা চুল...


আমি জ্যোৎস্নার নদীতে সাঁতার কাটি
দারুণ অন্ধকারে একা একা হাঁটি...


তোমার পায়ের কাছে কাঁদে
মধ্যবিত্ত ভালবাসা...
মধ্যরাতে জাগে একমুঠো আশা...


কী অদ্ভুত রহস্য?
বৃষ্টির মত ঝরে তেপান্তরে...
বেদনার মেঘ জমে অন্তরে
এক ফালি চাঁদ উঁকি দেয়...
তোমার আঁচলে
দারুণ সর্বনাশা ভুলে।