একটা বসন্ত এসেছিলো
আমার জীবনে,তোমাকে নিয়ে।
গেঁথে ছিলাম মালা আমি,
তোমায় পড়াবো বলে।
মন জুড়ে ছিল সেদিন,
আমার কত যে আশা,
তোমায় নিয়ে ছোট্ট নীড়ে,
বাঁধবো আমি বাসা।
মনে হয়ে ছিল সেদিন,
এত দিন পৃথিবীর পথ বেয়ে,
আজ আমি ধন্য হলাম,
তোমাকে কাছে পেয়ে।
কথা দিয়ে ছিলে সেদিন,
তুমি হবে মোর বধূ।
বুঝিনি এটা ছিল,
তোমার মুখের মিথ্যে জাদু।
ভাবিনি সেদিন আমি,
সবি যে ছিল মোর ভুল।
বসন্ত আমায় নিয়ে গেলো,
যেথায় দুখের কূল।
বসন্ত তুমি এমন করে,
এসোনা কারো জীবনে।
দুঃখ বিনে হয়না সুখ,
তোমার এমন আগমনে।
কত স্মৃতিই বসন্ত,
গেঁথে দিয়েছে আমার মনে।
বিরহের সুর হয়ে তা,
বেজে ওঠে ক্ষনে ক্ষনে।
বসন্তকালে প্রকৃতি যেমন,
হয়ে উঠে অহংকারী।
তুমি তেমন অহংকারী হয়ে,
চলে গেছো আমাকে ছাড়ী।
আমি ভেবেছিলাম বসন্ত এসে,
আমার হৃদয়ে ফুটাবে এক ফুল।
অথচ বসন্ত আমার সবি কেড়ে নিলো,
হলো যে সবি ভুল।