আয়না বিক্রি করি আমি,
আয়না বিক্রি করি।
আয়নার সাথে আছে আরও,
সুন্দর একটা ঘড়ি।


রুপ দেখিতে পায়রে সবাই,
আমার আয়নার মাঝে।
ঘড়ির মাঝে দেখিতে পায়,
সময় কত বাজে।


আমার আয়নায় আছে আরও,
বিশেষ কিছু গুন।
ঘড়ির মাঝে কি রয়েছে,
সেটাও একটু শুনুন।


রুপের সাথে যায়রে দেখা,
মনের ময়লা কত।
ঘড়ির মাঝে ভেসে উঠে,
ভুলের সময় যত।


রুপ দেখিতে হইয়ো না ব্যস্ত,
মনের ময়লা দেখো।
ভুলের মাত্রা পেরিয়ে গেলে,
নিজেকে সংযত রেখো।


মনে ময়লা জমে গেলে,
হবে তোমার পাপ।
ভুলের মাত্রা অধিক হলে,
ঈশ্বর করবেনা মাপ।


মনের ময়লা আয়নায় দেখে,
নিজেকে শুদ্ধ করো।
ঘড়িতে দেখে ভুলের মাত্রা,
সঠিক পথ ধরো।


মূল্য ছাড়া আয়না তোমায়,
দিয়ে গেলাম আমি।
মনের ময়লা ভুলের মাত্রা,
আর বাড়িয়োনা তুমি।