সপ্ত দিবস দ্বাদশ মাসে,
এক দিন যায় এক দিন আসে।
কত দিন যায় কত রাত যায়,
হারানো দিন কেউ ফিরে নাহি পায়।
ক্যালেন্ডারের কোন এক পাতা,
হয়তো থাকে কারো স্মৃতি গাঁথা।
ফিরে কভু নাহি আসে তবু স্মৃতির দিন,
সুখ হোক দুখ হোক সবি হয় বিলীন।
কত প্রত্যাশা থাকে ক্যালেন্ডারের পাতায়,
দিনটা চিহ্নিত থাকে স্বপ্ন পূরণের আশায়।
কেউবা আবার কেঁদে উঠে কোন দিন দেখে,
ব্যর্থ হওয়ার কথা ভেসে উঠে চোখে।
দাগ কাঁটা কিছু তারিখ কারো সুখের দিন,
কারো মনে আবার বাঝে সেদিন দুখের বীন।
যত সুখ দুঃখ থাকুক না কেন তাহারেই দেখে চলা,
তাহারে সবাই ভালোবাসে করেনা কভু হেলা।
সব কিছু মিলেয়ে শেষ হয় তাহার সর্ব পাতা,
বিদায় নেয় এক বছরের ছিল যত কথা।