এতো প্রেম এতো ভালোবাসা,
তবুও ভাবি তুমি কি আমার?
স্বাধ্যি কি আজ আছে মোর,
তোমায় ধরে রাখার অধিকার?


পারিনা আমি বলতে তোমায়,
তোমাকেই চাই বারে বারে।
বলতে গিয়ে আমি থমকে উঠি,
পারিনা যেতে তোমার ধারে।


তুমি এতো আপন তবুও এতো ভয়,
ভাবি ভালোবেসে কি আপন হতে পেরেছি।
নাকি তোমায় ভালোবেসে আমি,
এখনো তোমার থেকে পর হয়ে রয়েছি।


তোমার স্বপ্নের আকাশে মুক্ত হয়ে,
ডানা মেলে তুমি ছুঁটছো নিরন্তর।
আমি অধিকার খাটিয়ে বলতে পারিনা,
তোমার ঠাঁই তো শুধু আমার এই অন্তর।


আমার এতো কাছে থেকেও তুমি,
রয়েছো আজ আমার থেকে বহু দূরে।
আমি সেই প্রতীক্ষায় রয়েছি দাঁড়িয়ে,
ভালোবাসার অধিকার পাই যেন ফিরে।