নব চাঁদের হাসির সাথে,
হলো রমজানের ইতি।
সবাইকে চাঁদ জানিয়ে দিলো,
ঈদুল ফিতরের প্রীতি।


একের পর এক রোজা রেখে,
আসলো ঈদের দিন।
উৎসবে সবাই উঠছে মেতে,
আনন্দ করছে সীমাহীন।


ধনী গরীব সবার মুখে,
ফুটলো যে আজ হাসি।
আকাশে বাতাসে উড়িয়ে দিচ্ছে,
সবার মনের খুশি।


মান অভিমান যাহা ছিলো,
ভুলে গিয়ে আজ।
এক কাতারে দাঁড়িয়ে সবাই,
পরছে যে নামাজ।


বুকের সাথে বুক মিলিয়ে,
সবাই করছে কোলাকুলি।
শূন্য হয়ে গেছে আজ,
সবার অহংকারের ঝুঁলি।


যাকাত ফিতরা দিচ্ছে সবাই,
কম আর বেশী।
গরীব দুঃখী পেয়ে তাহা,
হচ্ছে বড্ড খুশী।


নতুন কাপড় পড়ায় আজ,
মনে আনন্দ বইছে সবার।
খাচ্ছে সবাই ফিরনি সেমাই,
আরো অনেক খাবার।


আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে,
এই খুশীর মোড়ক।
সবাইকে আজ জানাই আমি,
ঈদ মোবারক।