তুমি কি আমার কাছে,
গাছের কোন মরা পাতা ছিলে?
একটু হাওয়ায় যেমন,
গাছের মরা পাতা গুলো ঝড়ে যায়।
তুমিও আমার জীবন থেকে,
সেভাবে ঝড়ে পড়ে গেলে।
তবে কি এতদিন,
হাওয়ার সাথে খেলা ছিল তোমার?
তুমি মরা পাতার ন্যায়,
মিশে গেলে হাওয়ার সাথে।
বর্ষায় উজ্জীবিত নতুন পাতা যেমন,
ঝড়ে পড়ে যায় বসন্তে।
তুমিও আমার জীবন রাঙাতে এসে,
তেমনি ঝড়ে পড়ে গেলে এক নিমিশে।
আমি তো সর্বদা চেয়েছি,
অমর প্রেম হয়ে থাকো তুমি আমার জীবনে।
অথচ তুমি হলে একটা মরা পাতা,
একটু হাওয়াতেই ঝড়ে পড়ে গেলে।
আর আমিও তেমন কোন বৃক্ষ হতে পারলাম না,
তোমাকে যে শক্ত ভাবে ধরে রাখবো।
আমার মত বৃক্ষের চেয়ে,
প্রবল হাওয়ার শক্তিই ছিল অধিক।
সে বৃক্ষ থেকে ছিনিয়ে নিলো,
একটা মরা পাতা।