দেবী কেনো তুমি চলে গেলে আমারে ছাড়ি?
আমি কি পারিনি হতে তোমারি পূজারী?
দেবী কি এমন ভুল ছিল দিতে তোমায় পূজা?
যে কারনে দিয়ে গেলে মোরে এতো বড় সাজা।
দেবী তোমায় তো রেখে ছিলাম হৃদয় মন্দিরে,
সেথায় তোমায় দিয়েছি প্রেম আমি প্রাণ ভরে।
হৃদয় মন্দিরে দিতে পারিনি তোমার পূজায় ফুল,
তাতেই কি হলনা পূজা এটাই কি ছিল মোর ভুল?
দেবী ভালোবেসে তোমায় হৃদয়ে দিয়ে ছিলাম স্থান,
ভেবেছি ভালোবাসা পেয়েই তুমি হৃদয়ে করবে অবস্থান।
এতো ভালোবাসার পরেও তুমি চলে গেলে আমারে ছাড়ী,
তবে কি ভালোবাসা দিয়ে আমি হতে পারিনি তোমারি পূজারী?
দেবী কত পূজা না দিয়ে এ জীবন গেলো পেরিয়ে,
তবু্ও তো কোন কিছু মোর যায়নি কভু হারিয়ে।
তবে তুমি কেনো আমার পূজা না পেয়ে,
চলে গেলে দূরে আমায় নিঃস্ব করে দিয়ে?
দেবী ভালোবেসে আমি ভরাতে চেয়েছি তোমার মন,
কিন্তু পূজা দেয়নি বলে আমায় তুমি করলেনা আপন।
চলে গেলে দূরে তুমি চূর্ণিত করে আমার মন,
আমিও তাই মন থেকে তোমায় করে দিছি বিসর্জন।