তীর ছুঁড়ে ছিল শিকারী পাখির বক্ষে,
লক্ষ্যভ্রষ্ট হইয়া তাহা লেগেছিল ডানায়।
পাখির জীবন আজ বেঁচে আছে ঠিকই,
তবে ডানা ছাড়া সে হয়ে আছে অসহায়।


ভালোবেসে কত পাখি মানুষ যে পুষে,
এই ভেবে ডালে পাখি বসে ছিল নির্ভয়ে।
কিন্তু শিকারীর ছিলনা কোন পাখি প্রিয়,
তাই সে চালিয়ে ছিল তীর সঠিক সময়ে।


পাখিটার জীবন শিকারী নিতে না পেরে,
আফসোসে নিজেকে দোষতেছে বারবার।
আর ডানা ছাড়া সেই অসহায় পাখি,
অতি কষ্টের জীবন করিতেছে পারাপার।


আহত পাখির মর্মাহত জীবনের বেদন,
শিকারী তাহা বুঝিতে পারলনা কোনদিন।
ডানা ছাড়া অসহায় হয়ে পাখি,
এ ভুবনে হয়ে রইলো আজীবন মূল্যহীন।