সেই কবে এসে ছিলো হৃদয় মাঝে,
       দিয়ে গেছে একটু খানি দোলা।
তারপর কত যুগ যুগ প্রতীক্ষা করছি,
হলো না এ হৃদয়ে তাহার ফিরার বেলা।


আজ হৃদয় হয়েছে একটা নিঃসঙ্গ চিল,
একাকিনী হয়ে সে উড়ছে মুক্ত আকাশে।
  তাহারে আর কভু পড়ে না মনে,
স্মৃতি গুলো যেন উড়ে গেছে বাতাসে।


তাহারো লাগিয়া হৃদয়ের গহীন কোনে,
সাজিয়ে ছিলাম কত করে মিলন মেলা।
হৃদয় আঙ্গিনায় পড়ল না তাহার চরণ ধূলি
  সে যে করলো শুধু চাতুরীর খেলা।


  তাহার লাগি মোর হৃদয়ে আকুতি,
সে যে কভু জানল না সে যে কভু বুঝলনা।
মোরে ছেড়ে সে যে রয়েছে বহু দূরে,
মোর হৃদয় পানে সে আর ফিরে দেখলনা।


  মোর হৃদয় মাঝে পাতানো আসন,
নিয়েছি আমি ঘুটিয়ে সে যে এসে বসলো না।
সেই কবে চলে গেছে সে মোর হৃদয় ছেড়ে,
সে যে মোর হৃদয় মাঝে আর ফিরে আসলো না।