যে কলমের নিব ভেঙেছি,
লিখতে গিয়ে কবিতার একটি পঙক্তি।
কত কাগজ দিয়েছি নষ্ট করে,
কাগজ গুলোতে শুধু কাটাকুটি করে।
লিখতে বসে টেবিলে পড়েছি ঘুমিয়ে,
জেগে উঠে দেখি সব কিছু যাচ্ছে গুলিয়ে।
নাওয়া খাওয়া বাদ দিয়ে পরে রয়েছি কবিতা নিয়ে,
এত চেষ্টার পরেও কবিতা লিখা হলনা আমাকে দিয়ে।
অনাহারে,নিদ্রাহীন থেকেছি বহু রাতে,
ভেবেছি আজ কবিতা লিখতেই হবে নিজ হাতে।
শত চেষ্টার পরেও হয়েছি আমি ব্যর্থ    
লিখতে পারিনি কবিতার কোন একটা অর্থ।
সিগারেট ধরিয়ে কয়েকটা টান দিয়েছি বেশ,
বলেছি তখন একটা পঙক্তি এবার করব লিখে শেষ।
সিগারেট জ্বলতে জ্বলতে হয়ে গেল ছাই,
তবুও কোন পঙক্তি আমি খুঁজিয়া নাহি পাই।
মনে হয়ছে তখন কবিতার কোন মানেই আমি বুঝিনা,
তাই কবিতার একটা পঙক্তিও লিখিতে পারিনা।
কবিতা লিখার জন্য বাহ্যিক জ্ঞানকে দেইনি আমি শান,
তাই হয়তো পারিনা লিখতে কবিতা চেষ্টা করেও আপ্রান।
নিরূপায় হয়ে তখন একলা ঘরে থাকি বসে,
এবার যদি মাথার মধ্যে একটা কবিতার পঙক্তি আসে।
এমনি করে লিখতে লিখতে একদিন হলো এক অঘটন,
লিখা গুলো চেয়ে দেখি হয়েছে একটা কবিতার মতন।
এতো দিন পরে থেকে কবিতার পিছু,
তবুও ভাবি এটা কি হয়েছে কবিতা নাকি অন্য কিছু।