মোর জীবনের তরী খানি,
কোন পথে বইছে তা নাহি আমি জানি।
উধাত্ত পথে আজ মোর আসা যাওয়া,
এভাবে আর চলবে কত মোর তরী বাওয়া?
তীরে এসে কবে মোর তরী খানি ভীড়ে,
সে আশায় রয়েছি আমি তরীর পানে ফিরে।
জোয়ারে না ভেসে যায় মোর তরী খানি,
ভাটায় নিরুদ্ধ হয় কিনা তাও নাহি জানি।
ধরিতে নাহি পারলাম মোর তরীর হাল,
তবে কি নিরুদ্দেশে চলবে মোর তরী চিরকাল?
হেলায় হেলায় বাইছি তরী হয়েছি মনভুলা মাঝি,
ঝড়েও তো ডুবতে পারে মোর তরী খানি আজি।
মন ভুলা মাঝি আমি বাঁধিয়াছি গোল,
তরীর হাল না ধরে করিয়াছি ভুল।
ভেসে ভেসে তরী যেন তীরে এসে পৌঁছে,
যথা পথে আসলে তরী এ জীবন বাঁচে।