আমি অন্ধকারের প্রেমে পড়েছি,
আলোকিত উল্লাস আমার ভালো লাগে না।
দিনের বেলা সৃর্যের আলো থেকে,
বঞ্চিত হতে চাই আমি।
ঘুমের ঘোরে থেকে দিনের বেলাটা,
কাটিয়ে দিতে চাই একটা অন্ধকার ঘরে,
যেন আলো আমার থেকে দূরে থাকে।
আমি দিনের বেলা আকাশ পানে তাকাই না,
রাত্রি গনাইলে আমি আকাশ দেখি।
নক্ষত্র,চন্দ্র তবুুও আমায় বাধা প্রধান করে,
ফিরিয়ে আনি চোখ আকাশ থেকে।
আমি অপেক্ষায় বসে থাকি,
একটা কৃষ্ণ পক্ষের অমবস্যা রাত্রির জন্য,
সেদিন আমি দুচোখ মেলে অন্ধকার দেখব।
ফাগুনের পূর্নিমা আমায় বড্ড বেশী কষ্ট দেয়
কত যোগল মন ভরে পূর্ণিমা দেখে,
আমি অন্ধকার নীড়ে রাত্রি যাপন করি।
ভাদ্র মাসের আকাশে,
সাদা মেঘের বেলা দেখতে,
কত জনার মন আনন্দে নেচে উঠে,
আমি অপেক্ষা করি কাল বৈশাখীর,
কবে আকাশ অন্ধকার হবে,
চারপাশে কালো রুপ ধারন করবে,
আমি প্রাণ ভরে অন্ধকার দেখব।
আলো আমার মোটেই সহ্য হয়না,
সত্যিকারের ভালোবাসা যে অন্ধ।