তোমারে ভালোবাসিয়া সখী,
যদি জনমে জনমে হই আমি পাপী।
তবুও চাই তোমায় ভালোবেসে যেন,
দীর্ঘকাল আমি নরকে যাপি।


পবিত্র প্রেমের বন্ধনে বেঁধেছি তোমায়,
বিধাতা করেছে মোদের এই প্রেম দান।
বলো সখী ভালো যদি নাহি বাসি তোমায়,
কেমনে রাখিবো আমি এ প্রেমের মান?


হৃদয় মাঝারে কত না যতনে,
প্রণয়ের প্রদীপ আমি রেখেছি জ্বালিয়ে।
নাহি চাই আজ আমি পাপের ভয়ে,
এ প্রদীপ নিভে যাক প্রণয় হারিয়ে।


তোমায় ভালোবেসে যেতে চাই আমি,
যুগের পর যুগ অনন্ত কাল ধরে।
প্রণয়ের প্রদীপে দিব্য শিখা হয়ে,
জ্বলে থাকো তুমি আমার মনের ঘরে।


ক্ষমা করো প্রভু মোরে,
যদি আমি হয়ে থাকি এ প্রণয়ে পাপী।
পূর্ণ্যতা দিয়ো তবু তুমি মোর প্রেমে,
যদি অসংখ্য পাপ নিয়ে নরকেও যাপি।