আমি হয়তো কাউকে,
ভালোবাসতে শিখিনি।
তাই জনম ভর এ ভবে,
হয়ে রইলাম দুখিনী।


আমার ভালোবাসার অস্তিত্ব,
কখনো কেউ টের পায়নি।
আসলে জন্মান্ধ ভালোবাসার খোঁজ,
কখনো কেউ নেয়নি।


ভালোবাসার যে কতগুলো রং,
তা আমার জানা ছিল না।
এ জীবন কাটালাম নিঃসঙ্গতায়,
ভালোবাসা আর পাওয়া হলো না।


ভালোবাসা তুমি আমার কাছে,
স্বপ্নের মত অনেকটা পথ দূরে।
পাইনি কভু তোমার দেখা আমি,
সাগর নদী হাজার পথ ঘুরে।


ভালোবাসা পাওয়া অতি কষ্টের,
এ যেন স্বপ্নের রাজ্যের এক মহান বস্তু।
পেয়ে কেউ অধিক ভালোবাসা,
হারিয়ে আবার মনকে করেছে অসুস্থ।


কেউ পেয়ে হারিয়েছে ভালোবাসা,
রয়েছে সে আজ বিষন্নতায়।
আবার কারো কপালে জুটেনি ভালেবাসা,
না পাওয়ার বেদনায় সে আছে নিঃসঙ্গতায়।


না পাওয়া কিছু সুখ,
এ জীবনে অপূর্ণ্যতাই থেকে যাক।
সবি তো পাওয়া হলো জীবনে,
না পাওয়া ভালোবাসাটা ভালো থাক।