ঝরে যাওয়া গোলাপের পাপড়ি,
কখনো অতিতের স্মৃতি চিহ্ন বয়।
ডাইরির পাতায় লিখা সাজানো গল্প,
কখনো বেদনার প্রতিধ্বনী হয়।


প্রিয়জনের দেওয়া অচল হওয়া হাত ঘড়িটাও,
কখনো ঝাপসা কাঁচে তার প্রতিচ্ছবি দেখায়।
ড্রয়ারের কোনে পরে থাকা ভাঙা চুরির টুকরো,
কখনো মন কে রঙিন করে সাজায়।


পুরনো ক্যালেন্ডারে দাগ কাটা তারিখ গুলো,
কখনো মনের দরজায় এসে স্মৃতি হয়ে দাঁড়ায়।
বইয়ের ভাঁজে জমে থাকা পুরনো চিঠিগুলো,
কখনো অবেলায় নীরবে চোখের জল ঝড়ায়।


কোন প্রিয়জনের দেওয়া অপ্রত্যাশিত আশা,
কখনো ধুকে ধুকে মন কে দেয় পুড়িয়ে।
প্রণয়ের হাজারো ব্যাথা জমে থাকে দুটি মনে,
সবি রয় স্মৃতি হয়ে শুধু ভালোবাসা যায় হারিয়ে।