এমনি স্বাধীনতা পেয়েছি মোরা আমাদের এই দেশে,
সাহস নিয়ে বুকে পারিনা চলতে মোরা মুক্ত বেশে।
পায়ের মধ্যে পড়ানো আছো যেন এক মস্ত বড় শিকল,
সব জায়গায় তাই পারিনা যেতে মনে হয় মোরা বিকল।
সত্যি কথা বলতে গিয়ে মোদের রাখতে হয় মুখ বন্ধ,
সব সত্যি বলে দিলে হয়তো পেতে পারি মোরা দন্ড।
কখনো মোদের গর্বিত মাথাটাও রাখতে হয় যে নত,
তা না হলে হঠাৎ করেই মোরা হয়ে যেতে পারি মৃত।
সন্ত্রাস,প্রতিতা বুক ফুলিয়ে দিবা রাত্রি ঘুরতে পারে সুখে,
কত মা বোন রাস্তায় বের হয় ভয়ে যদি কলঙ্ক লাগে মুখে।
ছেলেটা তাহার বাহিরে গেলে মা যে থাকে কত ভয়ে,
ছেলেটা কি আজ ফিরবে বাড়ি নাকি যাবে গুম হয়ে।
স্বাধীনতা মোরা পেয়েছি ঠিকই হতে পারিনি স্বাধীন,
সব ইচ্ছে তাই হয়না পূরণ বাঁধা আছি অন্যের অধীন।
বন্ধি হয়ে আছি যেনো মোরা এক লৌহ কারাগারে,
এই কারাগার ভেঙে মোদের কেবা মুক্তি দিতে পারে?
থাকতে মোরা চাইনা যে আর বন্ধি কারাগারে,
স্বাধীন দেশে স্বাধীন ভাবে মোদের বাঁচতে দাও নারে।