কিসের কোরান,কিসের নামাজ,
টাকার নেশায় ছুটছে সমাজ।
টাকা আছে যাহার যত,
সমাজে তাহার সম্মান তত।
টাকার জন্য নিজেকে মানব জড়িয়ে নেয় যুদ্ধেতে,
কিন্তু পূণ্যের প্রয়োজনে যায়না সে মসজিদে।
মানবের হাতে মানবের হইতেছে মরণ,
টাকাই হলো তাহার মূখ্য কারন।
সুদ খায়,ঘুষ খায়,নেই তাদের কোন ভয়,
ভাবে টাকা দিয়েই তারা করবে সবি জয়।
টাকা টাকা করে সমাজ হয়ে গেছে অন্ধ,
বিবেকের দরজাটা তাদের আজ বন্ধ।
টাকার পিছু ছু্ঁটতে ছুঁটতে কাঁটায় সারা বেলা,
ভাবেনা দুনিয়া ছাড়তে হবে টাকাকে করে হেলা।