এই বালক শুনো,
ঐ যে দেখছি মেয়েটা,
কার হাত ধরে যেন হাঁটছে,
আগে তো দেখতাম,
মেয়েটা তোমার হাত ছাড়তই না।

আজ্ঞে,
আমি অতিথি ছিলাম,
এখন বিদায় নিয়ে চলে এসেছি,
তাই আর হাত ধরতে হয়না।

আগে না দেখতাম তাকে ছাড়া তুমি,
ভার্সিটির দুয়ারে কভু যেতে না,
এখন তাকে ছড়াই পথ চলো।

আজ্ঞে,
আমার পড়াশুনার সমাপ্তি দিয়েছি,
এখন ভার্সিটি তে যেতে হয়না,
তাই আর সম্পক রাখিনি।

তাহারে না দেখলে তো থাকতে পারতে না,
ছুঁটে যেতে তাহার কাছে।
এখন তাকে দেখেও,
না দেখার ভান করে চলে যাচ্ছো।

আজ্ঞে,
চোখের ডাক্তার দেখিয়েছি,
এইযে মোটা ফ্রেমের চশমা দিয়েছে,
এখন আর কাউকে দেখতে ইচ্ছে করেনা,
এই চশমা যেন আমার চোখের দেয়াল।

তাহার দিকে কেউ তাকালে তো
বাঁধিয়ে দিতে ঝগড়া অন্যের সাথে,
তবে আজ সে অন্যের হাত ধরে হাঁটছে,
এসব দেখে কিভাবে নীরবে থাকো তুমি?

আজ্ঞে,

কি হলো বলো থেমে গেলো কেনো?
একি চোখে জল জড়ছে যে,
তোমার বুকে অনেক কষ্ট তাইনা?
সইতে পারছো না হারানোর বেদনা।
ছেড়ে দাও আশা ভাবো সে তোমার জন্য ছিলনা,
হয়তো তোমার পথ চেয়ে আছে অন্য এক জনা।

আজ্ঞে,
আমি আর কাউকে চাইনা,
আমি আর কারো পথের পথিক হবোনা।