একটি সহজ শব্দে,
সৃষ্ট এক নাম ভালোবাসা।
এটাকে সবাই উপলব্ধি করতে পারে না।
কেননা? এর প্রকৃত অর্থ,
হয়তো অনেকেই জানে না।


ভালোবাসা এ শব্দের কত যে গভীরতা,
তা মাপাও খুবি মুশকিল।
সারা জীবন লেগে যেতে পারে,
ভালোবাসার গভীরতা মাপতে।
তাই অনেকেই এর গভীরতা যে কতটুকু,
তা মাপতে পারেনি কোনদিন।


ভালোবাসা এ শব্দে কতটুকু শক্তি,
তা হয়তো সবার জানা নেই।
একটা বিশুদ্ধ মন থাকা চাই,
ভালোবাসার শক্তি সম্পকে জানতে,
যা সবার মাঝে বিরাজিত নেই।


ভালোবাসার প্রকৃত রুপ,
অনেকেই চিনে উঠতে পারেনা।
ভালোবাসা নামক এই শব্দ,
তাদের কাছে মুল্যহীন।
যে ভালোবাসার প্রকৃত রুপ চিনে,
সেই ভালোবাসার জন্য আসক্ত চিরদিন।


ভালোবাসা এমনি এক মায়া জাল,
কেউ চিরতরে হয়ে গেছে এ জালে আবদ্ধ।
আবার কেউ খুব সহজেই পেয়ে গেছে,
এই মায়া জাল থেকে মুক্তির স্বাধ।


ভালোবেসে অনেকেই  দুঃখকে,
তাহার জীবনের সাথে করেছে যুক্ত।
আবার মিথ্যে ভালোবাসার খেলায়,
কেউ নিজেকে সহজে করেছে মুক্ত।


ভালোবাসা তাকে চেনা বড় দায়,
ভালো যে ভাসে সেই শুধু তাকে চিনিতে পায়।