এখানে কেউ নেই কিছু নেই,
আছে শুধু একরাশ শূন্যতা।
এখানে ঘাস নেই মাটি নেই,
এখানে নেই কোন পূন্যতা।


এখানে গাছ নেই পাতা নেই,
নেই কোন পাখির ডাক।
এখানে ফুল নেই ফল নেই,
আছে যেন সবি নির্বাক।


এখানে সমাজ নেই শিশু নেই,
নেই কোন কান্নার সুর।
এখানে পথ নেই পথিক নেই
আছে শুধু লোনা জল সুদূর।


এখানে মানব নেই মানবী নেই,
নেই কোন দালান কোঠা ঘর।
এখানে মাঠ নেই ক্ষেত নেই,
আছে শুধু বালির চর।


এখানে পশু নেই পাখি নেই,
নেই কোন গহীন বন।
এখানে পাহাড় নেই ঝর্না নেই,
আছে শুধু কারাবন্দী কিছু জীবন।