মানুষ রুপি দেখে ছিলাম ছদ্মবেশী নাগিন,
আঘাত হানতে বিষ জমিয়েছে দিনের পর দিন।
চেনা বড় দায় ছিল মোর তোমার ছদ্ম রুপ,
মানুষ রুপি ছিলে তুমি দেখতে অপরুপ।


বিষম বিষে ভরা ছিল তোমার হৃদয় জুড়ে,
সুযোগ বুঝে দিয়েছো বিষ আমার উপর ছেড়ে।
জ্বলছে এই হৃদয় আমার তোমার বিষের নীলে,
বিষম বিষের ছোবল খানি আমায় কেন দিলে?


না চিনিয়া তোমার সাথে সন্ধি করেছি বলে,
ছদ্মবেশী আমায় শুধু বিষম বিষই দিলে।
একটু খানি ভুলেই আমি বিষে যাচ্ছি জ্বলে,
ছদ্মবেশী নাগিনী তোমায় চিনতে পারিনি বলে।


নীল হয়েছে শরীর আমার মন হয়েছে কালো,
কি মন্ত্র যপিলে বলো বিষ হইবো মোর ভালো?
অন্ধকারে চোখ ছেয়েছে মাথায় ধরেছে ঝিন,
এ কেমন বিষ দিলে আমায় ছদ্মবেশী নাগিন?


কতদিন সইবো আমি বিষম বিষের সাজা?
এই বিষ নামাইতে আমি পাইনা কোন ওজা।
এ বিষ থেকে মুক্তি আমায় দাও গো ছদ্মবেশী,
ফিরে এসে আমায় তুমি বলো ভালোবাসি।