দূর আকাশে চেয়ে দেখি একটি সন্ধ্যাতারা,
জ্বলছে সে মিটিমিটি হয়ে সঙ্গীহারা।
তারার পানে চেয়ে আমি রইলাম বহুক্ষণ,
তবুও তাহারে দেখার স্বাধ ভরল না মোর মন।
জ্বালানো ছিলো মোর ঘরে একটি সন্ধ্যা প্রদীপ,
তারার পানে চেয়ে দেখি সেই তো উজ্জ্বল দীপ।
ক্ষণপরে নিভিয়ে দিলাম মোর ঘরের প্রদীপ শিখা,
দূর আকাশে আলোর প্রদীপ যাচ্ছে তো দেখা।
আকাশ প্রদীপ জ্বলে থাকুক সারা রাত ধরে,
নিভানো থাকুক প্রদীপ আজ মোর ছোট্ট নীড়ে।
ক্ষণিক পরে ঐ তারার পাশে জমলো অধিক তারার মেলা,
আমার দুচোখ মেলে কভু হয়নি দেখা এমন সন্ধ্যা বেলা।
আজকে আমি বিভোর হয়ে দেখবো সন্ধ্যাতারা,
মন জুড়ে আজ বইছে আমার আনন্দ ধারা।