যতনা হৃদয় মোর পুড়েছে যাতনায়,
তাহার অধিক পুড়েছে তাহারী ভাবনায়।
সে যে ছিল মোর হৃদয়ের ভাবনায় জুড়ে,
সেথায় কি যাতনা মোরে পুড়াতে পাড়ে?
তাহারে ভেবে মোর হৃদয় কাঁটিয়েছে প্রহর,
যাতনা তাই ছেড়ে গিয়েছে মোর মনের শহর।
তাহারী স্মৃতি মোর মনেরী দেয়ালে,
ভেসে উঠেছে সদাই খেয়ালে খেয়ালে।
স্মৃতি গুলো হয়েছে মোর ভাবনার আধার,
যাতনা সেথায় সম্মুখীন হয়েছে ভাবনার বাঁধার।
যাতনা আর পারেনি পুড়াতে মোর হৃদয় জুড়ে,
তাহারী ভাবনায় মোর হৃদয় গিয়েছে পুড়ে।