ভাগ্য দেবীর তরে আমি,
শপেছে মোর প্রাণ।
নিত্য তার কাটগড়াতে,
নিজেকে দিচ্ছি বলিদান।


ভাগ্য দেবী কেন মোরে,
বানালো তার আদার?
কেনো তার থেকে মোর,
পেতে হয় প্রহার?


জগৎ জুড়ে রয়েছে যে,
কত শত মুখ,
সে কেন কেড়ে নিলো,
আমার সর্ব সুখ?


আমি এই জগৎ ঘুরে,
হয়েছি যে ক্লান্ত।
ভাগ্য দেবীর কাছে এসেই,
হয়েছে মোর শেষপ্রান্ত।


ভাগ্য দেবী খেলছে তাই,
আমায় নিয়ে খেলা।
মুক্তি কভু মেলেনা মোর,
প্রার্থনা করেও সারাবেলা।


জীবনটা সে দিয়েছে গড়ে,
তার মত করে।
তার তরেই মোর থাকতে হবে,
সারাজীবন ধরে।