নিশি জেগে দেখি চাঁদ বসে বাতায়নের পাশে,
যদি গো সে ভুলে কভু আলো হয়ে আসে।
মিছে আশায় কত রাত হলো বৃথা জাগা,
দেখা তো মেলেনি কভু আমি যে হতভাগা।
তবুও তো চাঁদ আমায় ফিরায়নি কোনদিন,
ছিল যে তার অশ্রু প্রিয় ঝড়িয়েছে তা সীমাহীন।
মিছে স্বপ্ন দেখে এ মন ছুঁয়ে ছিল আকাশ,
তাই আকাশের তারারাও করে গেছে উপহাস।
মিথ্যে আমার স্বপ্ন গুলো মিথ্যে থেকে গেলো,
অশ্রু জল বৃষ্টি হয়ে সান্তনা যে দিলো।