দুজনার দুটি পথ আজ হয়ে গেছে ভিন্ন,
বলতে কি পারো তুমি কোন ভুলের জন্য?
স্বপ্ন গুলো আমার সব জ্বলে পুড়ে হলো ছাই,
বলতে কি পারো তুমি কি করে দেবো এর দায়?
আশার প্রদীপ আজ নিভে গিয়ে হয়েছে আধাঁর,
বলতে কি পারো তুমি কোন দোষে এই প্রহার?
বুকের ভেতর আজ সব ভেঙে চুরে ছাড়খার,
বলতে কি পারো তুমি এ কোন অভিশাপের কারবার?
আজ আমি বেঁচে আছি বুকে এক পাথর চেপে,
বলতে কি পারো তুমি এমন হলো কোন পাপে?
চোখের অশ্রু আজ ঝড়ছে যে অঝোর ধারায়,
বলতে কি পারো তুমি কেনো জড়ে জল মিছে মায়ায়?
হাহাকারে কাটছে যেনো আজ প্রতিটা বেলা,
বলতে কি পারো তুমি কবে হবে শেষ এই খেলা?
রাত্রি গুলো কাটে আমার নির্ঘুম চোখের পাতায়,
বলতে কি পারো তুমি কেনো এ চোখ তোমার প্রতিক্ষায়?