কৃষি হলো মাটি ও মানুষের-
এক নিবিড় সম্পর্ক,
এ বিষয়ে আমাদের-
একটুও নাই সতর্ক।
কৃষকরা এক সময় ছিলেন রাজা,
আজ ভবিষ্যৎ প্রজন্মের পথের কাঁটা,
ভবিষ্যৎ প্রজন্ম করেছে পন,
সৃষ্টি করবে নতুন নতুন ভবন।
দিন যাচ্ছে- জমির দাম বাড়ছে,
কিন্তু সব ফসলের দাম কমছে,
এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে,
বাধ্য হয়ে তারা জমিই বিক্রি করছে।
কথায় আছে, কন্যার কান্না-
সংসারের জন্য ভালো না,
তাহলে একজন কৃষক কাঁদলে-
সে দেশের কেমনে ভালো হবে।
জমির দাম বৃদ্ধির সাথে সাথে-
তৈরি করছে নতুন নতুন ভবন,
বুঝতেছেনা তাঁরা জীবন বাঁচাতে-
ভবিষ্যতে কি করবে ভক্ষন।
এভাবে চলতে থাকলে-
কৃষি একদিন বিলুপ্ত হবে,
ভবিষ্যৎ প্রজন্ম দেখবে হায়-
কৃষিকে ইতিহাসের বইয়ের পাতায়।