রাত এখন খুব নিঝুম,
পৃথিবীটাও হায় পাড়ছে ঘুম।
রুদ্র মহাকাশের নিচে,
একলা একটা ছেলে বসে।
কী জানি কী মনের তরে,
চোখের জল পড়ছে গরে।
যে ছিল তার, মনের রানী-
সে এখন, অন্য ঘরনী।
আস্ত একটি ব্যাথার পাহাড়,
বুকে ধ্বসে পড়ছে তাহার।
হায়! মোর আকাশের চাঁদে আজ,
অন্য কেউ করছে রাজ।
বুঝি না কেন? এত প্রার্থনার পরে-
ভাগ্য দেবতা দেখলোনা মোরে।
জানে কবি পাবেনা ফিরে-
তার ঐ রানী,
তবু তার মন ঘিরে-
অপেক্ষার রজনী।