তুমি ছাত্র, তুমি ফুল,
তুমি খরস্রোতী নদীর কূল।
তুমি তাঁরা, তুমি নক্ষত্র,
তুমি অন্ধকারের আলো।
তুমি মেঘ, তুমি বর্জ,
তুমি একটি ঘুমন্ত সূর্য।
তুমি লেখক, তুমি কবি,
তুমি মনে আঁকো ছবি।
তুমি রাগ, তুমি ভয়,
তুমি রেখনা মনে সংশয়।
তুমি সাঁঝ, তুমি সকাল,
তুমি সবুজের বুকে লাল।
তুমি নরম, তুমি শক্ত,
তোমার শরীরের শহীদের রক্ত।
তুমি বাঘ, তুমি হায়না,
তুমি কারো পরয়া করো না।
তুমি আইলা, তুমি সীডর,
তুমি অত্যাচারিকে সর্বদা কর পর।
তুমি দূর্বার, তুমি অনিরুদ্ধ,
তুমি হবে না কারো আবদ্ধ।
তুমি আগুন, তুমি পানি,
তুমি রক্ত দিয়ে মুছে দিবে-
সব স্বৈরাচারের গ্লানি।
তুমি মেঘ, তুমি বৃষ্টি,
তুমি ইতিহাস করো সৃষ্টি।
তুমি নির্বল, তুমি শক্তি,
তুমি শুধু স্রষ্টার করবে ভক্তি।