হাজার-হাজার বাঁকে
ঘোরে-ফিরে ঝাঁকে-ঝাঁকে
আমার প্রিয়তমা কই;
রাত যায় একা-একা
লাগে কেন ফাঁকা-ফাঁকা
যন্ত্রণাতে জেগে রই!


কলেজটা চলমান
আড্ডাতে কপোতিরা
কিছু যেন চেয়ে-দেখে হাসছে--
ভালকরে চেয়ে দেখি
এক ঝাঁক তারকারা
খাতা খুলে আজে-বাজে আঁকছে--


ভার্সিটি দ্বারে-দ্বারে
ঘুরি-ফিরি বারে-বারে
শিক্ষার মালা মাথে
দাঁড়িয়ে  কে ঐ!


হাতে একখানি বই;
শান্ত সরলা...


দেখি কারে বারে বার
চোখখানি নিচু তার
গড-মড করে নয়
ঘন ঘন পা;


মায়াবী চাহনি;
তাকালে টনক নড়ে...


গতি মোর থেমে যায়
আকাশের পানে চাই
গদ-মদ করে বলি
কোথা যাবি যা!


ম্যাডামের হাতে ঘড়ি
সময়টা জেনে নেব
ঘুনেধরা বুক-মন কাঁপছে--


বারটাযে বেজে গেছে
নিজ ঘড়ি বলে দেয়
তালহারা চোখ তবু জাগছে--


দাদাদের ঘরে-ঘরে
আমারটা পরে-পরে
বাড়ন্ত জ্বালা এত
নিরবে যে সই!