জান্নাত এসে বাধা দিয়ে যায়-
বাধা দিয়ে যায়;
চলব পাপ পথে পাপাতুর এ মন মম
যে দিকে নিয়ে যায়!


    সুদের পাহাড় রচে হয়ে যাব পিচাশ
    ঘুষের টাকা নিয়ে বলব তুই কী চাস
    চাতুরিতে ফার্স্ট হব ছলনায় ছলনায়!
            -জান্নাত এসে বাধা দিয়ে যায়।  


    যোচ্চুরি-বাটপারি করে নেব পেশা
    দায়িত্বহীন হয়ে করে যাব নেশা
    সময়টা কেটে দেব মন্দের সাধনায়!
             -জান্নাত এসে বাধা দিয়ে যায়।  


    কুটিল মন-দেহে সোরা-সিফিলিস
    চলতে ফিরতে ব্যথা, ছাড়েনাতো পিছ
    আজন্ম ডুবে অাছি অসুস্থ্যতায়!
             -জান্নাত এসে বাধা দিয়ে যায়।