(ভগবানে বেশি ভাল  নাকি ঈশ্বরে দেয় আলো;
গডের হাতেই রবে সব নাকি আল্লাহ্ আমার রব...)


আমি   একবার ভাবি বারবার ভাবি
         ভাসমান প্রতিরূপ;
         কখনবা চলে কখনবা বলে
         কখনবা হয়ে চুপ !


             মহীরূহ সদা গেয়ে চল গান
             ডালে ডালে দেখি ছাঁয়া বেগবান
             শতরূপে এসে ঢাক-ঢোল পিটে
             হেসে যাও অপরূপ!


         ফিরে ফিরে যাও ফের ঘুরে আস
         দেখি ছাবি মহীয়ান;
         নয়নের নীরে-জগতের ভীরে
         কেন থাক জ্যোতিমান!


             কার ডাকে আসি-কার ডাকে হাসি
             কাকে বল আমি প্রাণে ভালবাসি
             কার তোলা তালে হব তালকানা
             কার রূপ ভাল খুব!