প্রিয়তমায় করলে ছোট
আমি ছোট হয়ে যাই─
সমাজপতি-দুলাভাই,
তারে আমার বড় করা চাই।


প্রিয়তমার মান বাড়ালে
আমি মানি হয়ে যাই─
জ্ঞানী-গুণী যত ভাই
তারে আমার বড় করা চাই।


   তীক্ষ্ণ তার দু-চোখের সাথে
   অন্ত চক্ষু খুলে যাক;
   জ্ঞানের যত দুয়ার আছে
   তার ছো‌ঁয়াতে মূর্তি পাক─
         সে যদি না শিক্ষিত হয়
         আমি মূর্খ রয়ে যাই।


   তার যদি না জান্নাত মিলে
   আমার হল জাহান্নাম;
   তার যদি গো প্রণাম মিলে
   আমার বাড়ে অনেক দাম─
        সে যদি না উঁচু হল
        আমি নিচু থেকে যাই।