আমি সুন্দর;
সুন্দর করে এঁকেছি স্বপ্ন
তাই সুন্দর আমাকে ধরা দিয়েছে।
আমি সুন্দর
এক আচরণে, করেছি সাধনা
তাই সুন্দর আমাকে কোলে নিয়েছে।


   কত নেশা-ভীরু পেশা
   আর কত অসুন্দরের ডাক;
   শত নিয়মের ভীতি বেড়াজালে
   নীতি সহ কত ফাঁক!


     আমাকে না পেয়ে অন্য কাওকে
     দানবে পেয়ে বসেছে ।


ভরদিন এই সেজদাই দিই
সুন্দর পূজা পূজতে;
মন মগজেরা ব্যাস্তই থাকে
সুন্দর খোঁজা খুঁজতে।


   দূর্বল হলে মেকী দলবলে
   কাছে ভীরে নিতে চায়;
   সবলের বল চিরকালই এসে
   কূলে কূলে উছলায়।


     আমার বিবেক সুন্দরটুকু
     সরবে টেনে নিয়েছে।