রাতের শেষ প্রহর শেষে,
ভোরের বেলায় কাকের বেশে,
অনেক দূরের পথ পেড়িয়ে,
তোমার ঘরের জানালা ঘেঁষে,
আমি আসি বোঝ?
তোমার ঘুমের রূপ খানাতে,
চোখ খানাতে, মুখ খানাতে,
অপলক দুই ভেজা চোখে
তাকিয়ে থাকি বোঝ?

দূপুর বেলায় সিনান শেষে,
ভেজা চুলে থাক বসে,
রোদের মৃদু তাপটি হয়ে,
মনের মত তোমায় পেয়ে,
ছুই যে তোমায় বোঝ?
শুকিয়ে দিয়ে চুলটি তোমার,
মুখটি তোমার, হাতটি তোমার,
বাতাস হয়ে ভালোবাসার
পরশ মাখি বোঝ?

রাতের বেলায় অন্ধকারে,
তোমার ঐ ছোট্ট ঘরে,
আলো হয়ে তোমায় ঘিরি,
ছায়া হয়ে নৃত্য করি,
তুমি সেসব বোঝ?
একটু পরেই ঘুমটি এলে,
তোমার চোখে দু হাত মেলে,
জড়িয়ে থাকি ভালোবেসে,
স্বপ্ন হয়ে বোঝ?