আজ আকাশের সাথে যুদ্ধ আমার,
সে এক ভয়ানক রণক্ষেত্র।
আকাশ সেজেছে যুদ্ধ সাজে,
সাথে আমিও।
দুজনেই প্রস্তুত দুজনের শস্ত্রে।
আকাশ ছুড়বে অঝোর বৃষ্টি।
আর আমি?
ছুড়তে থাকব কবিতার লাইন।
এই যুদ্ধে যেই জয়ী হই,
আহত হবে তুমি, সুন্দরীতমা।
তোমার চোখের কাজল ধুয়ে যাবে-
বরষাধারায় অথবা আমার ভালোবাসায়।
তোমার কপালের লালটিপ,
বার বার বহুবার ক্ষতবিক্ষত হবে।
আমার আদরে, কিংবা বৃষ্টির ঝড়ো ঝাপটায়।
আকাশের সাথে যুদ্ধ কেন জানো?
কে তোমায় বেশী ভালোবাসে এ নিয়ে।
তার রবে বৃষ্টি, মেঘ আর তার গর্জন,
আমার শুধু বুলেটবেশী কিছু কবিতার লাইন।