দেবী, এমন যদি হত ভাব,
এমন যদি হত
জোছনা রাতে মনটা এমন
ব্যাকুল হয়ে যেত।


অবাক করা জোছনা আলোয়
তোমায় খুজে নিতাম।
তোমায় নিয়ে চেনা পথে
হারিয়ে আবার যেতাম।


হাতটি ধরে নদীর পাড়ে,
তোমার দিকে চেয়ে।
কাটিয়ে দিতাম সমস্ত রাত
তোমারই গান গেয়ে।


মাঝে মাঝে নদীর হাওয়ায়
তোমার চুল উড়ে,
পরত এসে আমার মুখে,
সারা আকাশ ঘুরে।


তোমার চোখে চোখটি রেখে
অবাক হয়ে যেতাম।
জোছনা আলোয় তোমায় আবার
নতুন করে পেতাম।


এমন যদি হত দেবী,
সত্যি এমন হত,
তোমায় আমি পেতাম যদি
আমার মনের মত।


চাঁদের আলো ভরিয়ে দিতাম
তোমার সারা গায়ে।
তারার নুপূর সাজিয়ে দিতাম
তোমার নিটোল পায়ে।