ঘুমটা কেন ভেঙে গেল?
স্বপ্নে ছিলাম সুখে,
দেবী তোমায় দেখেছিলাম,
হাসি মাখা মুখে।
পাশের বাড়ির পড়শি তুমি,
আমি বাড়ির ছেলে।
বাকি সবাই আগের মতই,
বাস্তবটাও মেলে।
তুমি থাক ঘরে হাট,
বারান্দাতে দাড়াও।
কথা বল, হাস তুমি,
মাথা শুধু নাড়াও।
আমি শুধু জানালা দিয়ে
তাকিয়ে তোমায় দেখি।
স্বপ্নেও আমি স্বপ্ন বিভোর,
হাতে যে হাত রাখি।
বিকেল হলেই স্বপ্নে তুমি
ছাদের ওপর আস।
তাকিয়ে দেখ আকাশটাকে
আকাশ ভালোবাস।
তোমার আমার ছাদটা দেবী,
আলাদা কিছু নয়।
আমিও সেথায় আকাশ দেখি,
সন্ধ্যা নেমে যায়।
স্বপ্নে তুমি আমায় বুঝি
বেশিই ভালোবাস,
সন্ধ্যে হলেই কিভাবে যেন
পাশে চলে আস।
বদলে যে যায় স্বপ্ন আমার,
বদলাও না তুমি।
আমরা দুজন নদীর পাড়ে,
গান গাচ্ছি আমি।
হাতটা আমার হাতে রাখা,
চোখটা রাখা চোখে।
ভালোবাসি বলবে যেন,
বুকে মাথা রেখে।
ঘুমটা ভেঙে গেল তখন
মনটা খারাপ এত।
স্বপ্নেও যে ভালোবাসি
বলতে পার নাতো।