রুবাই-৪৯
আমি যদি তোমায় দেখি কোথায় কি ভূমিষ্ঠ হয়
এক পলকে একটু দেখায় বৃত্যে জাগে এত ভয়
দেখবোনা আর বাঁকা চোখে, রূপসজ্জা রক্ত মুখে
সাগর নদী ঝলসে দিও সৌরজগৎ চন্দ্র জয়।
(বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ২৮ আশ্বিন ১৪২৮, ০৫ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী)


রুবাই-৫০
রক্ত রবির অস্ত বেলায় টিপ দিয়ে যায় সুখপাখি
ডাগর চোখে অশ্রুসজল নন্দনে ফুল আর সাকী
তোমার মনে টালবাহানা, উষ্ণ কারাগার খাজানা
ঐতিহাসিক শিক্ষা নিলাম, তোমার সময় নেই বাকি।
(শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২, ২৫ চৈত্র ১৪২৮, ০৬ রমজান ১৪৪৩ হিজরী)