নিদ্রা আবেশে শ্রান্ত হৃদয়
ক্ষতবিক্ষত প্রশ্নবান
মার্জিত হবে শব্দ জেরা
অনুচিত ভাবে অন্তপ্রান।


সাড়ে তিনহাতি জীবনী সত্তা
এখানেই বাঁধা তোমার মন
উত্তরাধিকারী তৃষিত আবেগ
যাকে খুশি দাও নীল গগন।


কেউ পারেনা প্রতিস্থাপন
প্রভুর বদলে গড়ে দিতে প্রাণ
নাকফুলে গাঁথা মান অভিমান
ভাগ্য খাতার যুগ লিখন।


কেন দুহাতে শ্রাবণী সন্ধ্যা
চৈতি দহনে শ্যামল গান
কথামালা লিখে ফুলঝুরি দিলে
বৃষ্টি ভেজা আধার ভোর
অপ্সরী হাতে স্বর্গীয় ঘ্রাণে
দিগন্ত রাশি নীল আঁচল।।


(সোমবার, ১৭ আগস্ট ২০২০, ২ ভাদ্র ১৪২৭, ২৬ জিলহজ ১৪৪১)