মোঃ- রুবেল ইসলাম { RFL }
বুবুর সাথে নদীর ধারে হয়না চলা আর
সময়টা যে পেরিয়ে গেছে, ভাবছি বারে বার ।
নদীর ধারে বুবু যখন কাটতে যেত ঘাস,
আমিও যে তার সঙ্গী হতাম, সারা বছর মাস ।
বুবুর সাথে হতো কথা পুরো সময় জুড়ে
শ্যামল ক্ষেত আর পাখিরও বুঝি,
ঈর্ষে হতো মনে ।
গাইত বুবু কতই না সব, অবুঝ মনে গান
তাই শুনে যে হতাম খুশি, জুরিয়ে মনো-প্রাণ ।
বুবু হাতে কাস্তে নিয়ে হাঁটত মেঠো পথ
পাখিরা সব মনে হতো, জুড়তো কলরব ।
সন্ধা পানে দিতাম যখন বাড়ির দিকে পাড়ি
তাড়াতাড়ি ফেরার লাগি করতাম যে মিনতি ।
আজ দিনগুলো সব পড়ে মনে
বুবুর সাথে পথ চলা--
কতো কথা জমা থাকে, হয়না তো আর বলা ।
পাঠের সময় বুবু আমার পড়ত যে কবিতা
“পাখির কাছে ফুলের কাছে” এটাই হলো তা ।
পড়ত বুবু মধুর সুরে সকাল-বিকাল
“নারিকেলের ওই লম্বা মাথায়, হটাৎ দেখি কাল
ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গোল গাল । ”
বুবুর সুরে আনন্দেতে উঠত নেচে মন
আজ পড়ছে মনে বুবু আমার কতটা আপন ।
আজ বুবু আমার অনেক দূরে, তাই রাতের সাথে রই
পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই ।