গতকালের সেই ফুল আমি
শুষ্ক-মলিন,
এমনি করিয়া তুমিও ঝরিবে
হইবে বিলীন ।
গতকালের সেই ফুল আমি
পরিত্যক্ত স্তূপে য়ার ঠাঁই,
দূর্গন্ধে কেহ য়ারে দিবে নাকো ঠাঁই ।
নদী-সায়র পাহাড়-পর্বত,
সবই দিবে দুরে ঠেঁলে ।
গতকালের সেই ঝরা পুষ্পে
যেরুপে কেঁদেছ তুমি,
সেরুপে কাঁদিবে অপরে,
তোমারও বিনাশ হবে বুঝিবে তবে ।
ফুল ফোঁটে ফুল ঝরে,
মম দু:খ এভাবে সবাই
হইবে বিলীন
হইবে শুষ্ক-মলিন ।